যারা নতুন এ্যাডসেন্স এর জন্য আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমার এই পরামর্শ গুলো ফলো করবেন তাহলে নিশ্চয় দ্রুত গুগল এডসেন্স এপ্রুভ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ!
- অবশ্যই টপ ডোমেইন হতে হবে। তাতে গুগলের চোখে ভালো হতে পারবেন। নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং ক্রয় করা যেতে পারে।
- হাই স্পিড হোস্টিং সার্ভিস নিবেন।
- ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটির থিম নির্বাচন করতে হবে। থিম নিতে পারেন Themeforest.net থেকে।
- কয়েকটি পেজ অবশই রাখবেন যেমন, Home, Terms & Condition, About Us, Contact Us, Privacy Policy and Others Page.
- যে পোস্টগুলো করবেন সেগুলো যাতে কোন কপি পেস্ট না হয়। প্রতিটা পোস্ট বেশ ভালোমানের হতে হবে।
- সর্বশেষ আমি বলবো কমপক্ষে ৩-৪ মাস অপেক্ষা করার পর এডসেন্স এর জন্য আবেদন করুন। ইনশাআল্লাহ সাকসেস হবেন।
Comments
Post a Comment